ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৯ অক্টোবর ২০২৩

খ্যাতিমান ফুটবলার ব্রাজিলের রোনালদিনহো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশে  ব্রাজিল ফুটবলের বিপুল সংখ্যক ভক্ত-সমর্থক রয়েছে, যা বিশেষ করে ফিফা বিশ্বকাপের সময় দেখা যায়।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রোনালদিনহোর ফুটবল দক্ষতারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

রোনালদিনহো নিজের স্বাক্ষর করা ব্রাজিল জাতীয় ফুটবল দলের দুটি জার্সি প্রধানমন্ত্রী এবং শেখ রেহানাকে উপহার দেন।
সাক্ষাতের সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বুধবার ঢাকা পৌঁছে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদিনহো। এসময় ব্রাজিল তারকার সঙ্গে ছিলেন ভারতীয় স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত।

এরপর সেখান থেকে বের হয়ে হোটেলে ফিরে যান রোনালদিনহো। রাতে দেখা করেন বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের অধিনায়কের সঙ্গে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি